Founders' Speeches
Professor MD Hafiz Uddin
Ex Principal (30.04.1977-29.12.2009)
Chief Councilor
Dhaka City College Student Council -1991
আমাদের এই কলেজ বর্তমানে দেশের ভিতরেই শুধু নহে, দেশের বাহিরেও যথেষ্ট সুনাম অর্জন করিয়াছে। একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কোন মহলের বিশেষ সহযোগিতা ব্যতিরেকে অল্প সময়ে আমরা যে প্রসিদ্ধি লাভ করিয়াছি ইহার পিছনে আল্লাহর রহমত ও সেই সাথে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অবদান চিরস্মরণীয়। মাঝখানে ১৯৯০-৯১ সালে স্বল্প সময়ের জন্য রাজনীতির অনুপ্রবেশের কারণে কিছুটা সমস্যা হইলেও আমরা সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সেই অবস্থা কাটাইয়া এখন নতুনভাবে যাত্রা শুরু করিয়াছি।
সেই যাত্রায় নবীন ছাত্র-ছাত্রীদের পথ চলা আরও সুন্দর ও সার্থক হউক আমি এই দোয়াই করি।
যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান হিসাবে দায়িত্ব পালন অত্যন্ত কষ্টকর। সেই দায়িত্ব পালনে আমার সব সময়ই লক্ষ্য ছিল কলেজে নিয়ম-শৃংখলা প্রতিষ্ঠার মাধ্যমে সুষ্ঠু লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করিয়া কলেজের উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশে কার্যকর পরিবেশ তৈরী করা।
শিক্ষার উপযুক্ত পরিবেশ এবং আদর্শ মানুষ তৈরি করিবার লক্ষ্যে রাজনীতির বিপক্ষে গিয়ে আমি ১৯৯১ সালে শিক্ষক – শিক্ষার্থীদের সহিত আলোচনার ভিত্তিতে ব্যতিক্রমধর্মী ছাত্র সংগঠন “ঢাকা সিটি কলেজ ছাত্র কাউন্সিল” গঠনের সিদ্ধান্ত নিই।
আমি বিশ্বাস করি যে, কোন কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই যদি আন্তরিক হয় এবং সততা ও নিষ্ঠার সহিত স্ব-স্ব দায়িত্ব পালন করে তবে সেই কাজে সফলতা অর্জন অসম্ভব নহে। সেই সাথে একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতার মনোভাব এবং ঐক্যবদ্ধ প্রয়াস থাকাও অপরিহার্য।
তাই এই প্রতিষ্ঠানের সুনাম-সুখ্যাতি ভবিষ্যতে আরো বৃদ্ধির লক্ষ্যে আমাদেরকে অতীতের ন্যায় আরও ঐক্যবদ্ধভাবে নিজ নিজ দায়িত্ব পালন এবং ছাত্র-ছাত্রীদের কলেজ নিয়ম-শৃংখলায় আন্তরিক ও লেখাপড়ায় বিশেষ মনোযোগী হইতে হইবে।
লেখা – ” নবীনবরণ ১৯৯২” হতে সংগৃহীত।
Professor Nur Mohammad Zayeed Ahmed
Founder
Dhaka Citian Club
Ex Professor
Dhaka City College (1990-2017)
Geography Department
১৯৯০-৯১ সালে ঢাকা সিটি কলেজের দুঃসময় অতিক্রমকালে ঢাকা সিটি কলেজের শিক্ষকরা কলেজের সম্মান রক্ষা করার তাগিদ অনুভব করেন।
ছাত্র সংসদের ছাত্র রাজনীতির প্রভাবে কলেজের পড়াশোনার স্বাভাবিক পরিবেশ বাধাগ্রস্থ হয়। তারই সাথে পৃথিবী থেকে হারাতে হয় আমাদের একজন ছাত্রকে। তাই কলেজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ১৯৯১ সালে অধ্যক্ষ হাফিজ স্যারের রুমে রাজ্জাক এবং নাভেদ সহ কয়েকজন শিক্ষক – শিক্ষার্থীদের আলোচনার ভিত্তিতে আমরা ব্যতিক্রমধর্মী ছাত্র সংগঠন ঢাকা সিটি কলেজ ছাত্র কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নিই। সেই থেকেই সক্ষতা গড়ে উঠে রাজ্জাক, নাভেদের সাথে।
আমি চাচ্ছিলাম আমাদের ঢাকা সিটি কলেজের এ বন্ধন যেন সারাজীবন অটুট থাকে। তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা প্রয়োজন ছিল। তাদের ক্লাস নেয়ায় সুবাদে এবং ছাত্র কাউন্সিল গঠনের সময়কালে বন্ধন দৃঢ় হওয়া, তারপর বিপদ উপেক্ষা করে ছাত্র সংসদের বিপক্ষে গিয়ে শুধুমাত্র কলেজের টানে কলেজ থেকে রাজনীতি দূর করতে সহায়তা করায় তাদের প্রতি আমার অগাধ আস্থা জন্মায় যে এ দুজনের কাছ থেকে কলেজের ভালো কিছু করা সম্ভব । তাই ১৯৯৩ সালের ১২ই ফেব্রুয়ারি এডমিট কার্ড দেয়ার সময় আমি রাজ্জাক এবং নাভেদকে ডেকে নিয়ে এ ব্যাপারে আলোচনা করি এবং ঢাকা সিটিয়ান ক্লাব নামে প্ল্যাটফর্ম তৈরির পরামর্শ দিই।
তারাও আমার মতের সাথে সায় দেয়। কিন্ত বিভিন্ন ব্যস্ততায় আর আমাদের আগানো সম্ভব হয়নি। ৩০ বছর পর যখন রাজ্জাক এবং নাভেদ এ ব্যাপারে আমার সাথে যোগাযোগ করে তখন আমি আবারো এর প্রয়োজনীয়তা অনুভব করি।
ঢাকা সিটি কলেজের ঐতিহ্য রক্ষায় এবং হাফিজ স্যারের সম্মানে ঢাকা সিটি কলেজের সকল শিক্ষার্থী শিক্ষক নিয়ে প্ল্যাটফর্ম তৈরি করাটা আমার কাছে স্বপ্নের মত ছিল।
আমি আশাবাদী রাজ্জাক এবং নাভেদ যেভাবে ঢাকা সিটি কলেজের সংকটকালীন সময়ে কলেজের সম্মান রক্ষা করেছিল , ঠিক সেভাবেই এ প্ল্যাটফর্মটিকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে