Founder & President's Speech

Mohammed Abdur Razzak
Founder & President
Dhaka Citian Club, Founder Councillor
Dhaka City College Student Council(1991-1993)
Batch: HSC 91 & Degree 93

১৯৯০-৯১ সালে ছাত্র রাজনীতির অশুভ ছায়ায় যখন ঢাকা সিটি কলেজ ক্রান্তিকাল অতিক্রম করছিল , ঠিক সেসময় কলেজের সুনাম এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য ছাত্র সংসদের বিপক্ষে বাছাইকৃত শিক্ষার্থীদের মধ্যে ৩২ জন কাউন্সিলর নিয়ে অরাজনৈতিক ছাত্র সংগঠন “ঢাকা সিটি কলেজ ছাত্র কাউন্সিল” গঠিত হয়।

আজকের ছাত্র রাজনীতি মুক্ত ঢাকা সিটি কলেজের যাত্রা সেই কাউন্সিলরদের ত্যাগের দ্বারাই শুরু হয়েছিল।

 

কলেজ থেকে ৩১ বছর আগে পাশ করে বেরিয়ে গেলেও আমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ অধ্যাপক মো হাফিজ উদ্দিন স্যার এবং শিক্ষকদের কাছে এতটা ভালোবাসা আমরা পেয়েছিলাম যে, প্রতিবছরই কলেজে গিয়ে স্যারদের সাথে দেখা করাটা আমাদের রুটিন হয়ে গিয়েছিলো। ঢাকা সিটি কলেজের শিক্ষকদের সাথে আমাদের( আমি এবং নাভেদ) বন্ধনটা ছিল অন্যরকমের , যার ফলশ্রুতিতে হাফিজ স্যারের মৃত্যুবার্ষিকীতে শিক্ষকদের আমন্ত্রণে কলেজে গিয়ে আমাদের দুটো কথা বলার সুযোগ হয়।

ঢাকা সিটি কলেজ অনেকের কাছে একটা শিক্ষা প্রতিষ্ঠান হলেও আমাদের কাছে পরিবারের মতোই, তাই অধ্যক্ষ অধ্যাপক মো হাফিজ উদ্দিন স্যারের আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মের জন্য একটা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করার  উদ্দেশ্যেই “ঢাকা সিটিয়ান ক্লাবে”র যাত্রা। ঢাকা সিটি কলেজের অসংখ্য শিক্ষক আমাদের স্বপ্নপূরণে সহযোগিতা করছেন তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং সেই সাথে সকলের নিকট দোয়া এবং উপদেশপ্রার্থী।

ঢাকা সিটিয়ান ক্লাবের ওয়েব পোর্টাল ঢাকা সিটি কলেজের সাবেক – বর্তমান, দেশ – বিদেশের সকল ছাত্র-ছাত্রীদের একই ছাতাতলে আনার একটি প্রচেষ্টা। আমাদের এই প্রচেষ্টা সফল করার জন্য এবং সামনে এগিয়ে নেয়ার জন্য আমি ক্লাবের পক্ষে, সকলের সহযোগিতা কামনা করছি।