Founder & General Secretary's Speech
Mohammed Naved Hossain
Founder & General Secretary
Dhaka Citian Club, Founder Councillor
Dhaka City College Student Council(1991-1993)
Batch: HSC 91 & Degree 93
নববই দশকে যখন সিটি কলেজ ধ্বংসের দ্বারপ্রান্তে তখন প্রয়াত হাফিজ উদ্দিন স্যার ও সমমনা শিক্ষক ও ছাত্রদের উদ্যোগে ঢাকা সিটি কলেজ ছাত্র কাউন্সিল গঠিত হয়।সৌভাগ্যক্রমে আমরা কিছু বন্ধু “নির্বাচন ও সিলেকশন” দুই ভিত্তিতে কাউন্সিলর নির্বাচিত হই।
তখন ঢাকা সিটি কলেজের প্রত্যেকটা শিক্ষক খুশী। কারণ কলেজ রাজনীতি মুক্ত হলো এবং তারা তাদের হারানো সম্মান ফিরে পেলেন। কাউন্সিলর বিদায়ের দিন শেরাটনের বাবুর্চি দিয়ে রান্না করানো হলো সে এক অন্য রকম ভালোলাগার দিন।হাফিজ স্যার প্রত্যেকটা টেবিল ঘুরে প্রত্যেকের মুখে খাবার তুলে দিচ্ছেন।
কিছু দিন পর প্রফেসর নুর মুহাম্মদ জায়েদ স্যার বললেন, “তোরা এককাজ কর, তোরা “ঢাকা সিটিয়ান ক্লাব’ নামে একটি প্লাট ফর্ম কর যাতে সিটি কলেজের সবাই একই ছাদের নিচে থাকতে পারে। সেই ১৯৯৩ সালের ১২ই ফেব্রুয়ারী এর প্রকৃত জন্ম হয়েছিল।
“ডিজিটাল বাংলাদেশ” ও “স্মার্ট বাংলাদেশ” শ্লোগানের সাথে একমত পোষণ করে আমরা “ঢাকা সিটিয়ান ক্লাবের” ওয়েব পোর্টাল তৈরী করি। এতে করে ঢাকা সিটি কলেজের সকল সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীরা বাংলাদেশসহ বিশ্বের যে যে স্থানে অবস্থান করছে তারা অনায়াসে ঢাকা সিটিয়ান ক্লাবের ছায়াতলে চলে আসবে এবং ঢাকা সিটি কলেজের ছাত্র-ছাত্রীরা একটি আন্তর্জাতিক প্লাটফর্মের সূচনা করবে।
ফলশ্রুতিতে শিক্ষার্থীদের সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং কলেজের মানোন্নয়নে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখার সুযোগ পাবে ,পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে এর সুনাম ছড়িয়ে পড়বে।
ঢাকা সিটি কলেজের অতীত ও বর্তমান সকল ছাত্র-ছাত্রীর মঙ্গল এবং ঢাকা সিটিয়ান ক্লাবের সফলতা কামনা করে মহান স্রষ্টার নিকট সাহায্য কামনা করছি।